বিজ্ঞাপন
আসনের বৈধ প্রার্থিদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন
ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ।নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ক) আসনের নামঃ ফরিদপুর-০১ (সংসদীয় আসন নং-২১১)
১/ খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি)- ধানের শীষ।
২/ মৃন্ময় কান্তি দাস (বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি)-রকেট
৩/ মোহাম্মদ আরিফুর রহমান দোলন (স্বতন্ত্র)- জাহাজ
৪/ মোহাম্মদ আবুল বাশার খান (স্বতন্ত্র)- ফুটবল
৫/ ড. মো. ইলিয়াস মোল্লা (বাংলাদেশ জামায়াত ইসলামী)- দাঁড়িপাল্লা
৬/ মো. গোলাম কবির মিয়া (স্বতন্ত্র)- মোটরসাইকেল।
৭/ মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র)- হরিণ
৮/ সুলতান আহমেদ খান (জাতীয় পার্টি)- লাঙ্গল
খ) আসনের নামঃ ফরিদপুর-০২ (সংসদীয় আসন নং-২১২)
১/ আকরামুজ্জামান (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)- আপেল
২/ ফারুক ফকির (গণধিকার পরিষদ)- ট্রাক
৩/ মোঃ আকরাম আলী (বাংলাদেশ খেলাফত মজলিস)- রিকশা
৪/ মোহাম্মদ নাজমুল হাসান (বাংলাদেশ
কংগ্রেস)- ডাব
৫/ শামা ওবায়েদ ইসলাম (বিএনপি)- ধানের শীষ
৬/ শাহ মো. জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)- হাতপাখা।
গ) আসনের নামঃ ফরিদপুর-০৩ (সংসদীয় আসন নং-২১৩)
১/ আরিফা আক্তার বেবী (জাতীয় সমাজতান্ত্রিক দল)- তারা
২/ কে এম ছারোয়ার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)- হাতপাখা
৩/ নায়াব ইউসুফ আহমেদ (বিএনপি)-ধানের শীষ।
৪/ মোরশেদুল ইসলাম আসিফ (স্বতন্ত্র)- হরিণ
৫/ মো. আবদুত তাওয়াব (বাংলাদেশ জামায়াতে ইসলামী)- দাঁড়িপাল্লা।
৬/ মো. রফিকুজ্জামান মিয়া (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)- কাস্তে
ঘ) আসনের নামঃ ফরিদপুর-০৪ (সংসদীয় আসন নং-২১৪)
১/ এএএম মুজাহিদ বেগ (স্বতন্ত্র)- ফুটবল
২/ মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)- রিকশা
৩/ শহিদুল ইসলাম বাবুল (বিএনপি)- ধানের শীষ।
৪/ মো. মুজিবুর হোসাইন (স্বতন্ত্র)- ঘোড়া
৫/ মো. ইসহাক চোকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)- হাতপাখা
৬/ আতাউর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) - কাস্তে
৭/ মো. সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াত ইসলামী)- দাঁড়িপাল্লা
৮/ রায়হান জামিল (জাতীয় পার্টি)- লাঙ্গল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...