বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন—কে কে ওমরা বা হজ করে এসেছেন। তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তিনি প্রশ্ন করেন, “আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে?” জবাবে ওই ব্যক্তি বলেন, “আল্লাহ।” এরপর তিনি আবার প্রশ্ন রাখেন, “এই দুনিয়ায় যা কিছু দেখি, এই পৃথিবীর মালিক কে?” উত্তরে আবারও আসে, “আল্লাহ।” সূর্য, নক্ষত্র, বেহেশত ও দোজখের মালিক কে—এমন ধারাবাহিক প্রশ্নেও একই উত্তর দেন ওই ব্যক্তি।
এরপর তারেক রহমান বলেন, “আপনারা সবাই সাক্ষী দিলেন—দোজখ, বেহেশত, এই পৃথিবী, এমনকি কাবা শরীফের মালিকও আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। অথচ নির্বাচনের আগেই একটি দল বলছে—এই দেবো, ওই দেবো, টিকিট দেবো।”
তিনি আরও বলেন, “যেটার মালিক মানুষ নয়, সেটার কথা যদি কেউ বলে, তাহলে কি শিরক করা হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধুমাত্র আল্লাহর—সেটা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মানেই মানুষকে ঠকানো এবং শিরকের দিকে ঠেলে দেওয়া।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই হটকারিতা ও মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...