ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুর এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “লাখো জনতার পক্ষ থেকে অনুরোধ—তাদের প্রটোকল তিন ডাবল করে দেন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ তা বুঝতে পেরেছে। বিএনপিকে যা নিরাপত্তা দিয়েছেন, তার চেয়ে তিনগুণ নিরাপত্তা তাদের দিন।”
জনগণের ভাগ্য বদলাতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমান বলেন, “দেশকে যদি বাঁচাতে হয়, তবে ইনশাআল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে। এ দেশের বহু মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। সেই সংগ্রামের ফসল হিসেবে যদি আমরা দেশে প্রকৃত গণতন্ত্রের সূচনা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, তবে ধানের শীষেই সিল মারতে হবে।”
দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে এবং মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এখানে উপস্থিত মুরুব্বিরা সাক্ষী, যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন ইউনিয়ন বা পৌরসভা—সব নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তখন মানুষ মন খুলে সরকারের সমালোচনা করতে পারত, কাউকে গুম হতে হতো না।”
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ক্ষমতায় গেলে জনকল্যাণে তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
পথসভায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...