ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা-১৫ আসনে আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা প্রকৃতপক্ষে কারা পাবেন? যাদের প্রয়োজন তারা কি আদৌ তা পাবেন? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে মানুষকে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?”
বিএনপির প্রার্থী বাছাইয়ের সমালোচনা করে তিনি আরও বলেন, “একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপি ও লুটেরাদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় গিয়ে আবারও জনগণের টাকা লুটে খাবে। এমন ব্যক্তিদের নমিনেশন দিয়ে বিএনপি তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার করেছে।”
তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে উচ্ছেদের কৌশল হিসেবে বর্ণনা করে নাহিদ ইসলাম বলেন, “বস্তিবাসী বিলাসবহুল ফ্ল্যাট চায় না, তারা নিরাপদ জীবন চায়। অতীতের অভিজ্ঞতা বলে, যারা নির্বাচনের আগে ফ্ল্যাটের স্বপ্ন দেখিয়েছে, তারা নির্বাচনের পরই বস্তি উচ্ছেদে নেমেছে। বস্তিবাসী এখন এসব মিথ্যা আশ্বাস বোঝে এবং তারা ন্যায়ের পক্ষে ভোট দেবে।”
নির্বাচন সুষ্ঠু করার তাগিদ দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা সহ্য করা হবে না। এবারের নির্বাচনকে তিনি বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গণভোট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত করব।”
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনের এই জনসমাবেশটি আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। এই আসন থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...