Logo Logo

ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর-৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের উদ্যোগে এ নির্বাচনী শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেলে শহরের ম্যাটসের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ এবং ড্যাব ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

বক্তারা তাঁদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করা জরুরি।

এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা ও পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...