Logo Logo

উত্তরবঙ্গের মরা নদীতে প্রাণ ফেরানোর অঙ্গীকার জামায়াত আমিরের


Splash Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে উত্তরবঙ্গের মরা নদীগুলোকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “নদীর জীবন ফিরে এলে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রাতেও প্রাণ ফিরে আসবে ইনশাআল্লাহ।”


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তরবঙ্গের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লক্ষ্য গোটা উত্তরবঙ্গকে একটি আধুনিক কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। এই অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী এবং তারা অতি সহজ-সরল জীবনযাপনে তুষ্ট। তাদের পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়াই আমাদের প্রধান অঙ্গীকার।

বিদেশি হস্তক্ষেপ ও আধিপত্যবাদ প্রসঙ্গে জামায়াত আমির স্পষ্ট ভাষায় বলেন, “আমরা আল্লাহ ছাড়া আর কারো রক্তচক্ষুকে ভয় করি না। বাংলাদেশে আমরা কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না। বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই এবং প্রতিবেশিদের প্রতিবেশি হিসেবেই দেখতে চাই। আমরা যেমন কারো ওপর খবরদারি করব না, তেমনি আমাদের এই ৫৬ হাজার বর্গমাইলের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না।”

ভোটারদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই জোয়ারে যেন অতীতের ‘বস্তাপচা’ ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থা চিরতরে ভেসে যায়। তিনি একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জোটের প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশের শেষ পর্যায়ে ১০ দলীয় জোটের পক্ষ থেকে গাইবান্ধার ৫টি আসনের মনোনীত প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। এসময় বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মীকে জানমালের ঝুঁকি নিয়ে মাঠে থাকার শপথ করান জোট নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...