‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
তিনি বলেছেন, “আমাদের প্রথম লক্ষ্য হবে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে। এর পাশাপাশি যেকোনো মূল্যে দুর্নীতিকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে।”
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার’ বিজয়ীদের সঙ্গে এক প্রাণবন্ত আলাপচারিতায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “দুর্নীতি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে। আমরা যদি আইনশৃঙ্খলা এবং দুর্নীতি—এই দুটি বিষয়কে সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, তবে দেশের অন্যান্য সমস্যাগুলো অনেকাংশেই সমাধান হয়ে আসবে। এটাই আমার মূল পরিকল্পনা।”
অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তারেক রহমান তাঁর দলের জনকল্যাণমূলক ভাবনার কথা জানান। তিনি বলেন, “বর্তমানে সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৩৮টি প্রকল্প থাকলেও সেগুলোতে চরম অব্যবস্থাপনা রয়েছে। কেউ একাধিক সুবিধা পাচ্ছে, আবার কেউ কিছুই পাচ্ছে না। আমরা এই সম্পদ ও সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা প্রবর্তন করতে চাই।”
তিনি আরও স্পষ্ট করেন যে, এই কার্ড হবে সর্বজনীন। একক মা (সিঙ্গেল মাদার), স্বামী পরিত্যক্তা নারী থেকে শুরু করে কৃষক, ভ্যানচালক কিংবা নিম্নপদস্থ চাকুরিজীবীর স্ত্রী—সবাই এই কার্ডের আওতায় আসবেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
গুলশানের এই আয়োজনে তারেক রহমানের সঙ্গে তাঁর মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন। রিল-মেকিং প্রতিযোগিতায় বিজয়ী তরুণরা আগামীর বাংলাদেশ নিয়ে তাঁদের নানা জিজ্ঞাসা বিএনপি চেয়ারম্যানের সামনে তুলে ধরেন। তারেক রহমান তরুণদের প্রতিটি প্রশ্নের খোলামেলা জবাব দেন এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...