Logo Logo

উন্নয়নের জন্য দলীয় প্রার্থীর বিকল্প নেই: গোপালগঞ্জে ডাঃ কে এম বাবরের নির্বাচনী উঠান বৈঠক


Splash Image

গোপালগঞ্জের টেকসই উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে দলীয় প্রতীকের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ কে এম বাবর। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সংসদে গিয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হন। উন্নয়ন বাজেট বরাদ্দ, সরকারি কাজ বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি কার্যকর।


বিজ্ঞাপন


আজ বিকেল ৪টায় গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের মানিকদাহ গ্রামের কাচারিপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জকে একটি পরিকল্পিত ও সমৃদ্ধ জনপদে রূপ দিতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

লতিফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, গোপালগঞ্জ আইনজীবী সমিতির এপিপি অ্যাডভোকেট তাফসিরুল আমিন বিশ্বাসসহ স্থানীয় সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ। এছাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ খান, বিএনপি নেতা সজীব লষ্কর, ধলা মিনা, মিঠুন শিরালীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জবাসীর উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবরকে বিজয়ী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...