Logo Logo

বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী- মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) অভিযোগ করে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেন, শেখ হাসিনা সরকার তাদের ‘আয়নাঘরে’ বন্দী করে রাখত।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা অন্যায় ও অবৈধভাবে টানা ১৫ বছর দেশ শাসন করেছেন। তিনি দাবি করেন, বিএনপি একটি ভদ্রলোকের দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান রাষ্ট্রনায়ক। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশ ইসলামের রীতিনীতি অনুযায়ী পরিচালিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এটি শহীদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল। আমি জীবনে তিনবার মন্ত্রী ও ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি—কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। তবে হাসিনা সরকারের আমলে পাঁচবার মিথ্যা মামলায় কারাভোগ করেছি এবং পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছি।”

জনসভায় মেজর হাফিজ ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যোগ্য ও সৎ প্রার্থী বিবেচনা করেই ভোটাধিকার প্রয়োগ করা উচিত।

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাসুদ খান, কামরুল পাটাওয়ারী, ডা. মো. সরোয়ারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...