Logo Logo

ফরিদপুরে নায়াব ইউসুফের সমর্থনে ‌ ধানের শীষ প্রতীকের পক্ষে ‌ লিফলেট বিতরণ ‌ অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (আজ) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলিপুর এলাকার বিভিন্ন স্থানে ১১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আজম খান, অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, আশিকুর রহিম বাচ্চু, মোঃ সাগর খান, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ রিজু প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তারা সর্বস্তরের জনগণকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

এ সময় শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...