Logo Logo
আইন-আদালত

বাতিল হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা


Splash Image


বিজ্ঞাপন


বাংলাদেশে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার নিশ্চিত করতে আইন কাঠামোয় আসছে যুগান্তকারী পরিবর্তন। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে প্রথমবারের মতো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। একইসঙ্গে অনলাইন জুয়াসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর অপরাধকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান, সাইবার সুরক্ষা আইনের ৯টি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে। এই ধারাগুলোর অধীনেই ৯৫ শতাংশ মামলার উদ্ভব হয়েছিল, যা বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তিনি বলেন, “এই ধারা দিয়েই অধিকাংশ সাংবাদিক ও মতপ্রকাশকারীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছিল, যা গণমাধ্যমের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়।”

প্রস্তাবিত অধ্যাদেশে নারী ও শিশুর প্রতি সাইবার নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সহিংসতা উসকে দেওয়ার মতো অপরাধকে কঠোরভাবে সংজ্ঞায়িত করে শাস্তির আওতায় আনা হয়েছে।

ড. নজরুল জানান, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে। এ ক্ষেত্রে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রাথমিক বিচারকাজ পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেট। যদি দেখা যায় মামলা ভিত্তিহীন বা উদ্দেশ্যমূলক, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই তা বাতিল করার ক্ষমতা থাকবে আদালতের।

সাংবাদিকদের জন্য একটি বড় স্বস্তির খবর হলো, ‘মানহানিকর তথ্য’, ‘আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন বক্তব্য’ এবং ‘আক্রমণাত্মক বা ভীতিকর উপাত্ত’ সংক্রান্ত ধারাগুলো বাতিল করা হয়েছে। ফলে ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতা আরও প্রসারিত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, কোরবানির ঈদের ছুটি ৫ থেকে ১২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৭ ও ২৪ মে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের ঈদে টানা ১০ দিন ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ