Logo Logo

গণতন্ত্র মানে শুধু অধিকার নয়, আছে দায়িত্ববোধও : মির্জা ফখরুল


Splash Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

গণতন্ত্র মানেই শুধু অধিকার নয়, এর সঙ্গে জড়িত রয়েছে দায়িত্ববোধও। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বার্তাই দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


সোমবার (৯ জুন) ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র, শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই। কিন্তু শুধু গণতন্ত্র থাকলেই হবে না, সেই গণতন্ত্রকে বোঝার ও চর্চার প্রয়োজন আছে। গণতন্ত্রের অধিকার যেমন আছে, তেমন দায়িত্বও আছে। এই দায়িত্ব পালনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।”

তিনি আরও বলেন, জাতিকে গড়ে তুলতে হলে ছাত্রদের যোগ্য ও প্রতিযোগিতামূলক করে তোলা জরুরি। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও জ্ঞানের প্রতিযোগিতা এতটাই তীব্র যে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকই নয়, সমসাময়িক দক্ষতায়ও পারদর্শী হতে হবে। তিনি সতর্ক করে বলেন, “টেকনোলজিতে যদি আমরা কোপ-আপ করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ব।”

বাংলাদেশের সার্বিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মান নিম্নমুখী হলেও কার দোষ, সে দিকে না তাকিয়ে আমাদের সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “লেখাপড়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও খেলাধুলাও জরুরি। শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই অনুশীলনগুলো অপরিহার্য।”

তিনি শিক্ষকদের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের পড়ালেখায় গাফিলতি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন তিনি। তার মতে, “জ্ঞান ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়, যা ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...