Logo Logo

চিকিৎসা নিতে ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক


Splash Image

ছবি : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আযম

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আযমকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়তে গিয়ে ইমিগ্রেশনে পাসপোর্ট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা বলেন, মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। ফলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও জানানো হয়েছে।

আটক আওয়ামী লীগ নেতা আজম জানান, তিনি ও তার স্ত্রী দুজনই গুরুতর অসুস্থ। জরুরি চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, জি এম শাহাবুদ্দিন বেশ কয়েক বছর ধরে নানা ধরনের জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এবারও সেই উদ্দেশ্যেই তিনি বৈধ পথে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রওনা হয়েছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...