Logo Logo

সমু চৌধুরীর গামছা পরা ভাইরাল ছবির বিষয়ে যা জানা গেল


Splash Image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শাহ্ মিসকিনের মাজারে গাবগাছের নিচে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীকে। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অবস্থিত এই মাজারে তাকে দেখতে পান স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয়। তিনি জানান, “আমি মাজারে গিয়ে দেখি সমু চৌধুরী গামছা পরে একটি পাঠির ওপর শুয়ে আছেন। দেখে মনে হয়েছিল তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই তার পরিবারের নজরে আনতেই কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করি।”

ছবিগুলো ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, একজন গুণী শিল্পীকে এমন অবস্থায় দেখে কষ্ট লেগেছে। তবে হৃদয় দাবি করেন, তার উদ্দেশ্য ছিল সদিচ্ছাপূর্ণ। “আমি উনার একজন ভক্ত। বহুবার তার নাটক ও সিনেমা দেখেছি। তবে ছবিগুলো পোস্ট করার পর তিনি কিছুটা বিরক্ত হয়েছেন,” বলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, “গতকাল বিকেলে সমু চৌধুরী শাহ্ মিসকিনের মাজারে আসেন। বিষয়টি জানার পর আমরা সেখানে গিয়ে তাকে খুঁজে পাই। থানায় আনার পর বাকিটা বলতে পারব।”

মাজার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

সমু চৌধুরী বাংলাদেশের নাট্যজগতের পরিচিত মুখ। বহু জনপ্রিয় নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং চিত্রনাট্য রচনা করেছেন। তবে তার হঠাৎ এমনভাবে মাজারে অবস্থান ও জনসম্মুখে প্রকাশ পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা—মানসিক ভারসাম্যহীনতা, আত্মবিশ্লেষণের প্রয়াস, নাকি আধ্যাত্মিক কোনো অনুসন্ধান? এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...