Logo Logo

ঈদে পর্যটকদের ভিড়ে জমজমাট পদ্মা সেতুর বেড়িবাঁধ এলাকা


Splash Image

ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের অন্যতম স্থাপনা পদ্মা সেতুর দুই পাড়ে বেড়েছে পর্যটকের আনাগোনা। শিবচরের কাঁঠালবাড়ী থেকে শরীয়তপুরের জাজিরা—এই দুই পয়েন্টের মধ্যবর্তী পদ্মা সেতু এবং তার সংলগ্ন বেড়িবাঁধ এলাকাটি পরিণত হয়েছে স্থানীয়দের অন্যতম পছন্দের ভ্রমণস্থলে।


বিজ্ঞাপন


বিশেষ করে ছুটির দিনগুলোতে পদ্মা সেতু পাড়ে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শনার্থীর সমাগম। সদ্য শেষ হওয়া ঈদেও একই চিত্র দেখা গেছে। প্রতিদিন বিকেল গড়ালেই মাদারীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ঢাকা এবং আশপাশের জেলা থেকে লোকজন পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন এই স্থানে।

দর্শনার্থীদের কেউ নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছেন, কেউ সেলফি তুলছেন, আবার কেউ নেমে যাচ্ছেন পদ্মার শীতল পানিতে স্নান করতে। ঈদের দিনে এই দৃশ্য ছিল আরও বেশি আনন্দমুখর।

শরীয়তপুরের বি কে নগর কলেজের শিক্ষক সাইদুল ইসলাম বলেন, "পদ্মা সেতু শুধু একটা যাতায়াত মাধ্যম নয়, এটি এখন একটি দর্শনীয় স্থাপনাও। এখানে বিনিয়োগ বাড়ালে পর্যটন আরও প্রসারিত হবে।"

শিবচর থেকে আসা বস্ত্র ব্যবসায়ী সাইমন জানান, "মানুষের চাপ বেড়ে গেলে মাঝে মাঝে যানজট হয়, আর গাড়ি পার্কিং এরও সমস্যা রয়েছে। তবুও এখানে এসে মনটা ভালো হয়ে যায়।"

এলাকাবাসীর মতে, ঈদসহ বিভিন্ন উৎসবে মানুষের এমন ঢল আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে। স্থানীয় অনেক তরুণ ইতিমধ্যে এখানে অস্থায়ী খাবারের দোকান, ট্রলারে ঘুরানো কিংবা খেলনা বিক্রির মতো উদ্যোগ নিয়েছেন।

পর্যটন খাতে পদ্মা সেতুকে ঘিরে এমন জনসম্পৃক্ততা আনন্দের, তবে প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিরাপত্তার নিশ্চয়তা—এমন মত স্থানীয়দের।

-সজিব খান, মাদারীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...