Logo Logo
খেলা

“নাইটহুড” উপাধি পেলেন ডেভিড বেকহাম!


Splash Image

ছবি: সংগৃহীত।।

বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম সম্প্রতি পেয়েছেন 'নাইটহুড' উপাধি। ক্রীড়া ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজপরিবারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে এই মর্যাদাপূর্ণ সম্মান।


বিজ্ঞাপন


ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ও বিশ্বজুড়ে জনপ্রিয় আইকন ডেভিড বেকহাম সম্প্রতি পেয়েছেন ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ার, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে তাকে। বহুদিন ধরেই এই উপাধির দাবিদার ছিলেন বেকহাম। তবে করসংক্রান্ত একটি জটিলতার কারণে তার নাম বারবার পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে তাকে ‘স্যার ডেভিড বেকহাম’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি ও প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য অর্জন করা বেকহাম শুধু মাঠেই নন, মাঠের বাইরেও নিজের ব্যক্তিত্ব ও কাজ দিয়ে মানুষকে অনুপ্রাণিত করে গেছেন।

নাইটহুড প্রাপ্তির পর বেকহাম বলেন, "এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত।" এই উপাধি বেকহামের জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করল, যেখানে তিনি ক্রীড়াজগতের কিংবদন্তি থেকে ‘স্যার’-এ পরিণত হলেন।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ