Logo Logo
টেকনলজি

চালু হচ্ছে ‘গুগল পে’: ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা


Splash Image

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে গুগলের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। আগামী ২৪ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন যুগের সূচনা হবে।


বিজ্ঞাপন


বিশেষ এ আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

গুগল পে সেবা চালুর ক্ষেত্রে মূল সহযোগিতায় রয়েছে সিটি ব্যাংক, যেটি এবারই প্রথম কোনো বাংলাদেশি ব্যাংক হিসেবে গুগল পে-এর সঙ্গে যুক্ত হচ্ছে। প্রযুক্তি-জায়ান্ট গুগল, মাস্টারকার্ড ও ভিসার সম্মিলিত সহায়তায় এই লেনদেন সেবা চালু হচ্ছে।

প্রথম ধাপে কারা পাবেন সুবিধা?

প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। তারা গুগল ওয়ালেটে নিজেদের কার্ড সংযুক্ত করে সহজেই গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও যুক্ত হলে সেবার পরিধি আরও বাড়বে।

কীভাবে কাজ করবে গুগল পে?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল পে অ্যাপে তাদের কার্ড যুক্ত করে যে কোনো দোকান, সুপারশপ কিংবা রেস্টুরেন্টে স্মার্টফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পেমেন্ট করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন থাকবে না।

নিরাপত্তা ও ফি সংক্রান্ত তথ্য

গুগল পে কোনো লেনদেন ফি নেয় না, এবং ব্যবহারকারীর কার্ডের তথ্য গোপন রাখতে ‘টোকেনাইজেশন প্রযুক্তি’ ব্যবহার করা হয়। ফলে মূল কার্ড নম্বরের পরিবর্তে একবার ব্যবহারযোগ্য টোকেনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়—যা লেনদেনকে করে তোলে আরও নিরাপদ।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা