Logo Logo

গল টেস্টে ব্যাটসম্যানদের দাপট, তৃতীয় দিন শেষে ড্রয়ের পথে ম্যাচ


Splash Image

ছবি: সংগৃহীত।।

গল টেস্টের তৃতীয় দিনে দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের প্রথম ইনিংসে শক্ত অবস্থান এবং দুই দলের ব্যাটারদের দাপটে ম্যাচটি ক্রমেই ড্রয়ের দিকে এগোচ্ছে।


বিজ্ঞাপন


গল টেস্টে প্রথম দুই দিন ছিল বাংলাদেশের ব্যাটারদের দাপট, এবার সেই পথেই হেঁটেছে শ্রীলঙ্কাও। টেস্টের তৃতীয় দিনটি ছিল সম্পূর্ণভাবে লঙ্কানদের নিয়ন্ত্রণে। নিজেদের প্রথম ইনিংসে ৯৩ ওভার ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখনো তারা ১২৭ রানে পিছিয়ে রয়েছে, হাতে আছে ৬ উইকেট। ব্যাটিং করছে কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা, যারা দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

লঙ্কানদের হয়ে দিনটা শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ২৯ রান করে আউট হলেও উদারা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেন। তাইজুল ইসলামের হাতে প্রথম উইকেট তুলে দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশের জন্য দীর্ঘ সময় অপেক্ষার ছিল শুরু। দ্বিতীয় উইকেটে দীনেশ চান্দিমাল ও নিশাঙ্কা গড়েন ১৫৭ রানের দুর্দান্ত জুটি। ৫৪ রান করে চান্দিমাল ফিরে যান নাঈম হাসানের বলে। এরপর ৩৯ রানে থামেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশের বোলারদের জন্য দিনটা খুব একটা সুখকর ছিল না। একপ্রকার ধৈর্যের পরীক্ষা দিয়েই দিন শেষ করতে হয়েছে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং চমকপ্রদভাবে মুমিনুল হক।

এতকিছুর মধ্যেও ব্যাটিংবান্ধব উইকেট এবং দুই দলের দৃঢ় ব্যাটিং পারফরম্যান্স ম্যাচটিকে ধীরে ধীরে ড্রয়ের পথেই নিয়ে যাচ্ছে—এমনটাই আভাস মিলছে তৃতীয় দিনের খেলা শেষে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...