বিজ্ঞাপন
দুর্বৃত্তরা টিনশেড ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহত সিতারা বেগম মৃত মোফাজ্জল হকের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী।
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে ঘরে গিয়ে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘরের সিঁধ কাটা অংশ, ঘরের ভেতরের অবস্থা ও মৃতদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর কোপ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে ঢোকার সময় কেউ চিনে ফেলায় হয়তো ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে বৃদ্ধার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ক্রাইম সিন ইউনিট ও সিআইডির টিম আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, নিহত সিতারা বেগম ঈদুল আজহা উপলক্ষে পৌরসভা এলাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
-গিয়াস রনি, নোয়াখালী।