Logo Logo

ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় : সিইসি


Splash Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।


বিজ্ঞাপন


নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীতে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, “আপনি যতই নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন বলেন না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।”

তিনি আরও বলেন, “যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে নির্বাচনে। এটা ছাড়া সম্ভব না।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে ইসির যোগাযোগ রয়েছে এবং সেটি সময়োপযোগীভাবে হয়ে থাকে।

তার ভাষ্য, “সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা সেটা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের তারিখ যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না।”

সংস্কার কমিশনের সুপারিশে যে নির্বাচন কমিশনের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব রয়েছে, সে প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন সিইসি।

তিনি বলেন, “সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।”

অনুষ্ঠানে ইসির অন্যান্য কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সিইসি সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...