Logo Logo

পিরোজপুরের ইন্দুরকানীতে এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার কর্মশালা। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী, পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়নের ২৫টি গ্রামে এসডিএফের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ বরিশাল আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন এসডিএফের পিরোজপুর জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুন।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায় এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দীনসহ আরও অনেকে।

কর্মশালায় পত্তাশী ইউনিয়নের রেখাখালি এলাকার মমতা রানীসহ একাধিক অংশগ্রহণকারী জানান, এসডিএফ থেকে তারা বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছেন। মমতা রানী বলেন, “আমরা এখন গরুর দুধ থেকে খাঁটি ঘি তৈরি করতে পারি। এর সব উপকরণই দিয়েছে এসডিএফ। এখন আমরা স্বাবলম্বী হওয়ার পথে।”

এসডিএফ-এর সেবার মধ্যে রয়েছে—শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য ক্যাম্পেইন, ঝুঁকিপূর্ণ গর্ভবতীদের জন্য ভাতা, সিজারিয়ান মায়েদের জন্য সহায়তা, যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পারিবারিক পুষ্টি বাগানে সহযোগিতা ইত্যাদি।

-পিরোজপুর প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...