ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবা বাংলাদেশের আর্থিক প্রযুক্তি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংক আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করতে নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হয়, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ে এবং নগদহীন অর্থনীতির পথে অগ্রসর হওয়া যায়।”
গুগল ওয়ালেটের মাধ্যমে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে যুক্ত করে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তিসম্পন্ন পস টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই নিরাপদ, দ্রুত ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। এতে করে স্মার্টফোনই হয়ে উঠবে একক ডিজিটাল মানিব্যাগ—আলাদা করে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন পড়বে না।
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “এখন সময় এসেছে মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে ব্যবহারের। এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা শুধু দেশেই নয়, বিশ্বের যেকোনো স্থানে লেনদেন করতে পারবেন। এটা শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং বাংলাদেশিদের জন্য বিশ্ববাজারে প্রবেশের নতুন দরজা খুলে দিচ্ছে।”
তিনি আরও জানান, “বাংলাদেশের রপ্তানি এবং প্রবাসী আয় বাড়ছে। আর্থিক খাতকে শক্তিশালী করতে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি শক্তিশালী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুগল পে’র মতো প্রযুক্তি এই উদ্যোগকে আরও গতিশীল করবে।”