Logo Logo

জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের


Splash Image

ছবি- ভিডিও থেকে সংগৃহীত

দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


তিনি বলেন, “তরুণরা এগিয়ে এলে পুরো জাতি তাদের সঙ্গে যুক্ত হবে, এবং আমাদের ভবিষ্যৎ আরও নিরাপদ হবে।”

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ড. ইউনূস বলেন, “গত বছর তরুণদের নেতৃত্বে যে গণজাগরণ হয়েছিল, তা পুরো বিশ্ব দেখেছে। এবার তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি পরিবেশ ধ্বংসে মানুষের অসচেতন ভূমিকার সমালোচনা করে বলেন, “প্রকৃতি আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। প্লাস্টিক ও পলিথিনের লাগামহীন ব্যবহারে নদীর তলদেশেও মাটির গভীরে এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে। এটি জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

সভায় দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ ধ্বংসের মতো আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে সবাইকে সরে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “মানুষ আজ প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। অথচ এই পরিবেশ রক্ষাই আমাদের দায়িত্ব।”

-এমএসকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...