ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
আজ বুধবার জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ না করলে দেশের জীববৈচিত্র্য চরম বিপদের মুখে পড়বে।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “নদীর তলদেশের মাটির ৪ থেকে ৫ ফুট গভীরেও এখন পলিথিন পাওয়া যাচ্ছে। এগুলো পরিবেশ ও প্রাণ-প্রজাতির জন্য ভয়াবহ ক্ষতিকর। এই উপাদানগুলোর জন্ম আছে, কিন্তু শেষ নেই।”
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “পরিবেশ ধ্বংসের মতো আত্মবিধ্বংসী কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।”
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রকৃতি আমাদের সঙ্গে প্রতিশোধ নিচ্ছে। সময় থাকতে সজাগ না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”
-এমএসকে
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...