কুয়াকাটা সমুদ্র সৈকত
বিজ্ঞাপন
সপ্তাহান্তে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় আগত পর্যটকেরা স্নিগ্ধ সৈকতে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। শুক্রবার (২৭ জুন) কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়।
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকলেও তা যেন পর্যটকদের আনন্দে বাঁধা হতে পারেনি। পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে, উপকূলীয় এলাকায় কয়েকদিন ধরে বৃষ্টিপাতও অব্যাহত আছে। তবুও অনেকেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উন্মাদনায় ভেসে বেড়াচ্ছেন।
কেউ নোনা জলে গা ভিজিয়ে হইহুল্লোর করছেন, কেউবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে তুলছেন সেলফি। সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোড়া কিংবা বাহনে চড়ে ঘুরে দেখছেন অনেকে। কেউ বসে উপভোগ করছেন ঢেউয়ের গর্জন আর প্রকৃতির অনন্য সৌন্দর্য।
গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকি পল্লীসহ কুয়াকাটার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। স্পিডবোট ও ঘোড়ায় চড়েও অনেকে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য।
নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
“লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল। আমরা মাইকিংয়ের মাধ্যমে বারবার সতর্ক করছি যেন কেউ গভীর সাগরে না যান। কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত।”
বরগুনা থেকে আসা পর্যটক রিয়া বলেন,
“আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। সাপ্তাহিক ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছি। বড় বড় ঢেউ দেখে খুবই আনন্দ পেয়েছি।”
খুলনা থেকে আসা পর্যটক মৌমিতা জানান,
“ঈদুল আযহার ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই এবার কুয়াকাটায় এসেছি। জীবনে এত বড় ঢেউ আগে কখনো দেখিনি। সমুদ্রে নেমে অনেক আনন্দ করেছি। কুয়াকাটা সত্যিই দারুণ একটি জায়গা।
-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি