Logo Logo
খেলা

চাকরি গেল হামজাদের কোচের!


Splash Image

ছবি: সংগৃহীত।।

প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর কোচ বরখাস্ত করলো লেস্টার সিটি। চাকরি হারালেন হামজা চৌধুরীর কোচ নিস্টলরয়। শুরু হলো নতুন কোচের খোঁজ।


বিজ্ঞাপন


ইংলিশ ফুটবলে ফের একবার নাটকীয় মোড়। প্রিমিয়ার লিগ থেকে অবনমনের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার ম্যানেজার রুড ভন নিস্টলরয়কে বিদায় জানাল লেস্টার সিটি। মাত্র নয় সপ্তাহ আগেই প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়া ক্লাবটির এই সিদ্ধান্ত আসলে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টারই অংশ। গত মৌসুমে মাত্র ছয়টি ম্যাচ জিতেছিল ‘দ্য ফক্সেস’রা। সেই ব্যর্থতার দায়ে নভেম্বরেই বরখাস্ত করা হয় স্টিভ কুপারকে, যার স্থলাভিষিক্ত হয়ে এসেছিলেন ডাচ কিংবদন্তি স্ট্রাইকার ও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রুড ভন নিস্টলরয়। তবে তার কোচিংয়েও পরিবর্তন আসেনি লেস্টারের ভাগ্যে।

শুক্রবার (২৭ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় লেস্টার ক্লাব কর্তৃপক্ষ। বিদায়বেলায় নিস্টলরয় লেস্টার সিটির খেলোয়াড়, কোচিং স্টাফ, একাডেমি এবং ক্লাব সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। নতুন কোচের সন্ধানে এখন ব্যস্ত সময় পার করছে লেস্টার, যাদের আগামী ১০ আগস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম শুরু হবে ঘরের মাঠে শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে ম্যাচ দিয়ে।

এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ মিডফিল্ডার হামজা চৌধুরীও। লেস্টারের নিয়মিত মুখ হয়ে ওঠা এই মিডফিল্ডারকে এখন নতুন কোচের অধীনে আবারও নিজেকে প্রমাণ করতে হবে। ক্লাবের মূল দলে জায়গা পাকা করার পাশাপাশি ভবিষ্যতে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার যাত্রায় তিনি হতে পারেন দলের অন্যতম নির্ভরযোগ্য সৈনিক।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
তেঁতুলিয়ায় অ্যাডিশনাল ডিআইজির মতবিনিময় সভা
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান