ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
গল টেস্টে পাঁচদিনের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে দারুণ লড়াই করা বাংলাদেশ দল যেন কলম্বো এসে নিজেদেরই হারিয়ে ফেলেছে। সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ব্যর্থতায় জর্জরিত নাজমুল হোসেন শান্তর দল তৃতীয় দিনেই দাঁড়িয়ে গেছে হার ঠেকানোর কঠিন চ্যালেঞ্জের সামনে। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১১৫ রান। এখনো ৯৬ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় রয়েছে দলটি।
দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের টপ অর্ডার। গল টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক বিজয়কে আরও একবার সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে নিজের ব্যাটিং ব্যর্থতার বৃত্ত এদিনও ভাঙতে পারেননি তিনি। ইনিংসের শুরু থেকেই নতুন বলে লড়েছেন নিজের সঙ্গেই। কিছু বাউন্ডারি খেলেও আত্মবিশ্বাস ফিরে পাননি। ওয়ানডে মেজাজে খেলার চেষ্টায় ১৯ রান করে ফেরেন তিনি, ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। তার ঠিক পরপরই সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম (১২)।
তিনে নামা অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও ছিলেন ব্যর্থ। ১৫ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে শান্ত ও মুশফিক শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি। শান্ত ৪৮ বলে করেন ১৯, মুশফিক করেন ৫৩ বলে ২৬ রান। দিন শেষে উইকেটে আছেন লিটন দাস, যিনি এখনো অপরাজিত ১৩ রানে। তবে আগেই ফিরে গেছেন মেহেদি হাসান মিরাজ (১১)।
চার উইকেট হাতে রেখে বাংলাদেশ এখনো পিছিয়ে ৯৬ রানে। এই জায়গা থেকে ম্যাচ বাঁচানো বা সমতা ফেরানো কতটা কঠিন হবে, তা স্পষ্ট হয়ে উঠছে কলম্বোর উইকেট এবং লঙ্কান বোলারদের ধারাবাহিকতা দেখে। বাংলাদেশের সামনে তাই এখন একমাত্র লক্ষ্য ইনিংস ব্যবধানে হার এড়ানো।