Logo Logo
টেকনলজি

দেশে বাড়ছে ফোরজি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, বাড়েনি মফস্বলে সেবার মান


Splash Image

দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ফোরজি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন অপারেটরগুলোর মোট ফোরজি সাইট সংখ্যা প্রায় ৬১ হাজার ৬৫৪টি।


বিজ্ঞাপন


এর বিপরীতে ফোরজি গ্রাহক সংখ্যা প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার, যা প্রযুক্তির অগ্রগতি ও ডিজিটাল সেবার প্রসারের একটি বড় উদাহরণ।

মোবাইল অপারেটরদের দেওয়া তথ্যানুযায়ী, গ্রামীণফোনের রয়েছে ২৩ হাজার ফোরজি সাইট, রবি আজিয়াটার ১৮ হাজার, বাংলালিংকের ১৬ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের রয়েছে ৪ হাজার ৬৫৪টি সাইট।

ফোরজি গ্রাহকের দিক থেকেও শীর্ষে রয়েছে গ্রামীণফোন, যাদের ৪ কোটি ২৯ লাখ গ্রাহক ফোরজি ব্যবহার করেন। এরপর রয়েছে রবি আজিয়াটা, যাদের ফোরজি ব্যবহারকারী ৩ কোটি ৬৭ লাখ, বাংলালিংকের প্রায় ২ কোটি এবং টেলিটকের ফোরজি গ্রাহক ৫০ লাখ ৪৮ হাজার।

গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের প্রধান অনকিত সুরেকা বলেন, “আমরা সবসময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট। প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক দাঁড়িয়েছে ৮ কোটি ৪৮ লাখে। এর মধ্যে ৫৭ শতাংশ, অর্থাৎ ৪ কোটি ৮৩ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। ফোরজি গ্রাহক সংখ্যা ৪ কোটি ২৯ লাখ। দেশব্যাপী আমাদের ফোরজি সাইট প্রায় ২৩ হাজার। মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”

টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সামসুজ্জোহা জানান, “টেলিটকের সক্রিয় ফোরজি গ্রাহক ৫০ লাখ ৪৮ হাজার এবং আমাদের রয়েছে ৪ হাজার ৬৫৪টি ফোরজি সাইট। এটি একটি চলমান প্রক্রিয়া এবং প্রতিদিনই সাইট সম্প্রসারণের কাজ চলছে।”

রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৪ লাখ। এর মধ্যে ৪ কোটি ২৫ লাখ ইন্টারনেট ব্যবহার করেন এবং ফোরজি গ্রাহক ৩ কোটি ৬৭ লাখ। সক্রিয় গ্রাহকের ৭৫ দশমিক ৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন এবং ৬৫ শতাংশ ফোরজি নেটওয়ার্কে যুক্ত। ফোরজি সাইট সংখ্যা ১৮ হাজারের বেশি এবং ৯৮ দশমিক ৯৭ শতাংশ জনসংখ্যার জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করা হয়েছে।

বাংলালিংক জানিয়েছে, তাদের ফোরজি গ্রাহক এখন দুই কোটির বেশি এবং সারাদেশে রয়েছে প্রায় ১৬ হাজার ফোরজি সাইট। বাংলালিংকের মোট ইন্টারনেট ব্যবহারকারী প্রায় তিন কোটি।

বিটিআরসি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মোবাইল অপারেটরদের ফোরজি সেবা চালুর লাইসেন্স দেয়। একই বছরের জুনে দেশে ফোরজি গ্রাহক সংখ্যা ৫০ লাখে পৌঁছে। বর্তমানে তা ১০ কোটির বেশি।

তবে গ্রাহকসংখ্যা ও অবকাঠামোগত অগ্রগতি সত্ত্বেও মফস্বলের চিত্র এখনো শহরের মতো নয়। ফোরজির এই অগ্রগতি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছাতে পারেনি বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা।

মুঠোফোন গ্রাহক অ্যাসোশিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, “ফোরজিতে গ্রাহক অনুপাতে সেবার মান আরও বাড়াতে হবে। বিভাগীয় বা জেলা শহরের তুলনায় মফস্বলের সেবা খুবই মানহীন। এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে ইন্টারনেট সেবা পেতে মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এ জায়গা থেকে সরকার এবং অপারেটরগুলোকে বের হয়ে আসতে হবে।”

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা