Logo Logo

পারিবারিক কলহের জেরে গৃহ বধুর আত্মহত্যা


Splash Image

মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামিলা বেগম (২২) নামে এক গৃহবধূ। পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


বিজ্ঞাপন


ঘটনাসুত্রে জানা গেছে, নিহত জামিলা বেগম শিবচর উপজেলার শিবরায়ের কান্দির সোনামিয়া খান এর মেয়ে। তার স্বামী মোস্তফা মুসা। ১৮ মাস বয়সী একমাত্র সন্তান আর স্বামী-স্ত্রী মিলে শিবচর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। মোস্তফা মুসা রাজবাড়ী জেলার পাংশা থানার বাসিন্দা এবং পেশায় একজন ভ্যানচালক বলে জানা গেছে।

স্বামী মোস্তফা মুসা জানান, “বিকেলে আমি ভ্যান চালাতে বের হই। কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখি, জামিলা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। তৎক্ষণাত তাকে নামিয়ে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি স্বামী মোস্তফা মুসা অন্য মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো। এ নিয়ে তাদের মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। শারীরিক ভাবে প্রহার করতো বলেও অভিযোগ করেন নিহতের পরিবার। তারা আরো জানান কিস্তি তুলে কিস্তির টাকা পরিশোধ না করেই বাহিরের মেয়েদের নিয়ে ফূর্তিতে মসগুল থাকতো স্বামী মোস্তফা মুসা।

খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২২ বছর বয়সী এক তরুণীর করুণ মৃত্যু এবং ১৮ মাস বয়সী সন্তানকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে যাওয়ার ঘটনা স্থানীয়দের ব্যথিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...