ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনের মুহূর্তে এসেছে আরেকটি বড় খবর—কলোম্বো টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে শান্তর এই সিদ্ধান্ত বিস্মিত করেছে বিসিবি সভাপতিকেও। এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, যা সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।’
সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যে থেকেছে বাংলাদেশ দল। তবে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বেশ আশাবাদী নতুন বোর্ড সভাপতি। তার লক্ষ্য, সব ফরম্যাটেই বাংলাদেশকে সেরা দল হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, ‘দেখেন, আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা এক নম্বর দল হতে পারবো না? কেন আমরা এক নম্বর টেস্ট দল হতে পারব না? কেন আমরা এক নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না?’
নারী ও পুরুষ—দুই বিভাগেই সাফল্যের স্বপ্ন দেখেন বুলবুল। তিনি বলেন, ‘কেন এক নম্বর ওয়ানডে দল হতে পারবে না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে, এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করতে পারি, সেটা লক্ষ্য থাকবে।’
বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একদিকে যেমন স্মৃতিচারণার মুহূর্ত, অন্যদিকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জও বটে। বিসিবি সভাপতির বার্তায় ফুটে উঠেছে সেই ভবিষ্যতের দিকনির্দেশনা।