ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
এর আগের র্যাঙ্কিংয়ে মুস্তাফিজের অবস্থান ছিল আট নম্বরে। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোতে কার্যকর কাটার, বৈচিত্র্যপূর্ণ লাইন-লেন্থ এবং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার দক্ষতা তাকে এগিয়ে দিয়েছে আরও এক ধাপ। আগে থেকেই আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা মুস্তাফিজ এবার নিজের অবস্থান আরও শক্ত করলেন।
সেরা দশে মুস্তাফিজ ছাড়াও বেশ কয়েকজন বোলারের অবস্থানে পরিবর্তন এসেছে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান। তিনি পাঁচ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন। মুজিবের বর্তমান রেটিং পয়েন্ট ৬৫৬, যা তার সাম্প্রতিক পারফরম্যান্সেরই প্রতিফলন।
এদিকে পাকিস্তানের তরুণ স্পিনার আবরার আহমেদ এক ধাপ উন্নতি করে পাঁচ নম্বরে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৬৯১। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসও এক ধাপ এগিয়ে নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন, যা তার ধারাবাহিক বোলিং পারফরম্যান্সকে তুলে ধরে।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার বোলারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির এক নম্বর বোলার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দুই নম্বরে আছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, যার রেটিং পয়েন্ট ৭৩৭।
তিন নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২ রেটিং)। আর চার নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...