Logo Logo

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে যে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান!


Splash Image

ছবি: সংগৃহীত

ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের সঙ্গে কোনো কার্যকর সমঝোতায় না গিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। এ ঘটনার পর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনে।


বিজ্ঞাপন


পাকিস্তানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, শুধু পুরো টুর্নামেন্ট বয়কট নয়—ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচেও মাঠে না নামতে পারে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি সভাপতি মহসিন নাকভির। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক কাদির খাজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, প্রথমত—বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে। দ্বিতীয়ত—গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। তৃতীয়ত—চূড়ান্তভাবে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নিজেদের সরিয়ে নিতে পারে দলটি।

কাদির খাজা আরও লেখেন, পাকিস্তানের ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি সভাপতি মহসিন নাকভির মধ্যকার আজকের বৈঠকের ওপর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...