ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পেতে পারেন—এমন গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত জাতীয় দলে ডাক পাননি নুরুল হাসান সোহান। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সোহান নির্বাচকদের বিবেচনায় আছেন ঠিকই, তবে একই স্কোয়াডে একাধিক উইকেটকিপার রাখার সুযোগ নেই। তার ভাষায়, ‘শেষ সিরিজে লিটন দাস ছিলেন না, কারণ তখন তিনি একটু খারাপ সময় পার করছিলেন। তবে তিনি একসময় আমাদের সেরা ফিনিশারদের একজন ছিলেন। এখন তিনি দলে আছেন।’
দলে না থাকা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেন সোহানও। রোববার (আজ) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমি সবসময় চাই জাতীয় দলে খেলতে। তবে সিলেকশন আমার হাতে নেই। আমার কাজ হলো পারফর্ম করা। আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কাউকে অশ্রদ্ধা করা হয়। সময় ভালো-মন্দ যেতেই পারে, তবে পারফর্ম করে যে মোমেন্টাম তৈরি করব, সেটাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
নেতিবাচক কিছু ভাবতে চান না সোহান। অফফর্মকে ক্রিকেট জীবনের স্বাভাবিক অংশ বলে মনে করেন তিনি। বলেন, ‘ক্রিকেটারদের জীবনে খারাপ সময় আসতেই পারে। আমি রিজিকে বিশ্বাস করি, আল্লাহর ওপর আস্থা রাখি। তাই আমি শুধু নিজের জায়গা থেকে কঠোর পরিশ্রম করতে চাই। বাকি সব আল্লাহর হাতে।’
সবমিলিয়ে জাতীয় দলে না থেকেও নিজের লক্ষ্য ও মানসিকতায় অবিচল সোহান। মাঠে ভালো পারফরম্যান্সই যে জাতীয় দলে ফেরার সেরা জবাব—এ বিশ্বাসেই অনড় এই উইকেটকিপার ব্যাটার।