Logo Logo
অপরাধ

নারীসহ গ্রেপ্তার ৪, হাতে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র-চেতনানাশক ও স্বর্ণের চালান


Splash Image

ছবি- নারীসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন একজন নারী সহযোগী, একজন চোরাই স্বর্ণ ব্যবসায়ী এবং দস্যু শামীম বাহিনীর দুই সক্রিয় সদস্য।


বিজ্ঞাপন


নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন একজন নারী সহযোগী, একজন চোরাই স্বর্ণ ব্যবসায়ী এবং দস্যু শামীম বাহিনীর দুই সক্রিয় সদস্য। অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, চেতনানাশক ওষুধ এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচরের দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দস্যু শামীম বাহিনীর সদস্য সোহেল, সুমন উদ্দিন এবং তাদের নারী সহযোগী পারুল বেগমকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি স্বর্ণালংকার এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হাতিয়ার উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ