Logo Logo
খেলা

অক্টোবরে প্লেয়ার ড্রাফট, জমজমাট বিপিএলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াতে পারে ডিসেম্বরে। অক্টোবরের মধ্যে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। নতুন ফ্র্যাঞ্চাইজি, দীর্ঘমেয়াদি মালিকানা ও বিদেশি অংশগ্রহণের সুযোগে আসরটি হতে যাচ্ছে আরও আকর্ষণীয়।


বিজ্ঞাপন


নতুন মৌসুমে আবারও জমজমাট হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসরটি চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী অক্টোবর মাসেই অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার্স ড্রাফট। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। বুধবার (২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগস্টের মধ্যেই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে ফ্র্যাঞ্চাইজি দল অন্তর্ভুক্তির প্রক্রিয়া, যাতে অক্টোবরেই ড্রাফট আয়োজন সম্ভব হয়।

এবারের বিপিএল আসরকে ঘিরে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনও আনছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার মেয়াদ এবার পাঁচ বছরের জন্য নির্ধারণ করা হচ্ছে, ফলে দলগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ পাবে। একইসঙ্গে টুর্নামেন্টের স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে গভর্নিং কাউন্সিলে যুক্ত করা হচ্ছে বাইরের সদস্যদের। এসব উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।

ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু ইতোমধ্যেই জানিয়েছেন, দেশি-বিদেশি উভয়ের জন্যই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ উন্মুক্ত থাকবে। তবে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। সরকারের নীতিমালা মেনে চলা এবং বোর্ডের অনুমোদন থাকলেই বিপিএলে অংশগ্রহণ করতে পারবে বিদেশি প্রতিষ্ঠান।

সব মিলিয়ে বিপিএলের পরবর্তী আসর ঘিরে ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় নিলাম এবং উত্তেজনাপূর্ণ মাঠের লড়াই—সব মিলিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি রোমাঞ্চকর আসর দেখার জন্য।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম