বিজ্ঞাপন
ঈদুল আজহার রাতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে ৮টি পর্ব মুক্তির মাধ্যমে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর যাত্রা।
বঙ্গ অ্যাপে মাত্র ৪০ টাকা সাবস্ক্রিপশন ফিতে দর্শকরা প্রথম ৮টি পর্ব উপভোগ করতে পারেন। তবে যারা এখনো ওটিটিতে নাটকটি দেখেননি, তাদের জন্য নির্মাতা কাজল আরেফিন অমি নিয়ে এসেছেন আরেকটি ভালো খবর। খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায়ও প্রচার শুরু হচ্ছে নাটকটির।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রচারিত হবে। ১২০ পর্বের এই সিজনের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট।
এছাড়াও নাটকটির পুনঃপ্রচারও থাকছে। প্রচারের দিন ভোররাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয়বার প্রচারিত হবে নাটকটি।
প্রতিবারের মতো এবারও এই সিজনে অভিনয় করছেন নাটকটির নিয়মিত ও জনপ্রিয় মুখরা—মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা এবং মনিরা মিঠু প্রমুখ।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর, ১১৬তম পর্বের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার এসেছে সিরিজটির পঞ্চম সিজন, যেখানে থাকছে মোট ১২০টি পর্ব।
‘ব্যাচেলর পয়েন্ট’ কেবল বিনোদন নয়, সময়ের বাস্তবতা ও তরুণ প্রজন্মের জীবনের প্রতিচ্ছবিও—এমনটিই মনে করেন অনেক দর্শক। নতুন সিজনের শুরু থেকেই দর্শকের ব্যাপক আগ্রহ ও সাড়া প্রমাণ করে, নাটকটি দেশের অন্যতম সফল ধারাবাহিক হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছে।