Logo Logo
অপরাধ
বিএনপির কঠোর অবস্থান

স্ত্রীকে গণধর্ষণ ও স্বামীকে নির্যাতন: চার আসামি গ্রেফতার


Splash Image

ভোলার তজুমদ্দিনে স্বামীকে নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে হাতিয়া থেকে মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে এবং ২ নম্বর আসামি ফরিদ উদ্দিনকে বোরহানউদ্দিন এলাকা থেকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন


একই অভিযানে লঞ্চঘাট এলাকা থেকে ৫ নম্বর আসামি মো. মানিককে গ্রেফতার করে র‌্যাব-৮।

ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিকটিমের সতীন ও মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগমকেও ঘটনার পরপরই আটক করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান চারজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক। তিনি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ দেন।

এদিকে, ঘটনাটি নিয়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বার্তায় এ ঘটনাকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া, অভিযুক্তদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন বাস্তুহারা দল, শ্রমিকদল ও ছাত্রদলের সম্পৃক্ততা থাকায় পৃথক সিদ্ধান্তে চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবেদক -রিয়াজ উদ্দিন

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ