Logo Logo
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৮ জন


Splash Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫ জন। শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৮ জন রোগীর ভৌগোলিক অবস্থান বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া অন্যান্য বিভাগের রোগী সংখ্যা হলো:

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন

ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৫ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৯ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩৯ জন

খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৪ জন

রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন

ময়মনসিংহ বিভাগ: ৫ জন

এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং জনসাধারণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরও ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে জোর দিচ্ছে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা