Logo Logo
জাতীয়

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই


Splash Image

ছবি : সংগৃহীত।


বিজ্ঞাপন


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আশফাক কাদেরী।

তিনি জানান, সকাল ৯টার দিকে বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা ও দাফনের আয়োজন করা হবে।

আশফাক কাদেরী জানান, প্রায় এক মাস আগে ঘরের ভেতরে পড়ে যান শামসুল হুদা। সেই ঘটনার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ফখরুদ্দীন আহমদের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০১২ সাল পর্যন্ত ওই পদে ছিলেন। তার নেতৃত্বাধীন কমিশনের সময় সেনাবাহিনীর সহায়তায় ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কারে সংলাপ অনুষ্ঠিত হয় এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর পথ তৈরি হয়।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে শামসুল হুদা কমিশন। ঐ নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাতীয় পার্টি ২৭টি আসনে জয়ী হয়।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম