ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। আগামী ১০ জুলাই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট। যেখানে শুরুতে গুঞ্জন ছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন সাকিব আল হাসান। তবে দেশীয় পরিস্থিতির কারণে রংপুর তাকে স্কোয়াডে নেয়নি। এরপরই দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে টেনে নেয়। ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস। তারা জানায়, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান স্কোয়াডে যুক্ত হয়েছেন। অর্থাৎ, সব ঠিক থাকলে এবারের আসরে বিপিএলে নিজের সাবেক দল রংপুরের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব।
প্রথমবারের মতো গত বছর পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে গ্লোবাল সুপার লিগের সূচনা হয়। দ্বিতীয় আসরেও একই পাঁচটি দল অংশ নিচ্ছে। ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে দুবাই ক্যাপিটালসের অভিযান শুরু হবে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে তারা। আর ১৬ জুলাই সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। এবারের আসরেও কোনো প্লে-অফ পর্ব রাখা হয়নি। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। দুবাই ক্যাপিটালসের দলে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল ও নিরোশান ডিকভেলা।
এদিকে, সাকিবকে স্কোয়াডে না রাখার বিষয়ে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে না—এমন কোনো নির্দেশনা আসেনি। এটা ছিল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিবকে নিলে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, সেটি আমাদের অজানা।’ ফলে শেষ পর্যন্ত রংপুর নয়, দুবাই ক্যাপিটালসের জার্সিতেই জিএসএলে খেলতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকাকে।