বিজ্ঞাপন
রোববার (৬ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
এক শোকবার্তায় এ. এস. এম. জিয়া উদ্দিন খান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে জাতি একজন গুণী শিক্ষাবিদ ও অভিজ্ঞ সমাজসেবককে হারালো। তাঁর অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।”
প্রসঙ্গত, অধ্যাপক মাহমুদা বেগম দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত সততা, আদর্শ এবং সমাজ ও শিক্ষা উন্নয়নে অবদানের জন্য তিনি দীর্ঘদিন ধরে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন।