বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন। ফাইল ছবি
বিজ্ঞাপন
পারিবারিক সূত্র জানায়, হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার চিকিৎসা যথাযথভাবে চলমান রয়েছে।
ফরিদা পারভীনের অসুস্থতার খবরে সংগীতাঙ্গন থেকে শুরু করে সাধারণ ভক্তদের মাঝেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কিছু ব্যক্তি ও সংগঠন তার নাম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে অনুদান চেয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফরিদা পারভীনের ছেলে ও সংগীতশিল্পী ইমাম জাফর নোমানি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আপনারা অনেকই অবগত আছেন যে আমাদের আম্মা, কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে। তার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এবং এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করাও হয়নি। তার প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে, আলহামদুলিল্লাহ। সবাইকে এসব প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও জানান, “আম্মার চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব, তা-ই চেষ্টা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়-সহ, বেশ কয়েকজন উপদেষ্টাবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আম্মা অত্যন্ত সম্মানের সাথে সকল প্রকার অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান এই সরকারি অনুদানগুলো যেন আর্থিকভাবে অসচ্ছল মানুষের কল্যাণে ব্যবহৃত হয়।”
নোমানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিন্তু যেসব পেজ ও সাংস্কৃতিক সংগঠন ফরিদা পারভীনের নামে যত্রতত্র অনুদান চেয়ে বেড়াচ্ছে, তারা কি বোঝে না এটা তার জন্য কতটা অসম্মানজনক?”
সংগীতাঙ্গনে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অনন্য অবদান রেখে আসা ফরিদা পারভীন বাংলাদেশের লালন সংগীতের অন্যতম প্রধান প্রচারক। তার গাওয়া ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘যা সাথীরে’, ‘সুজন বানিয়া’সহ অসংখ্য গান আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
উল্লেখ্য, ফরিদা পারভীন ২০১১ সালে একুশে পদকে ভূষিত হন। তার সাংগীতিক যাত্রা যেমন বৈচিত্র্যময়, তেমনি প্রতিটি সুরে তিনি তুলে ধরেছেন বাউল দর্শনের গভীরতা ও মানুষের অন্তরের বেদনা।
দেশজুড়ে তার সুস্থতা কামনায় শিল্পীসমাজ ও ভক্তরা প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে তার দ্রুত আরোগ্য লাভের কামনায় অসংখ্য পোস্ট ও শুভকামনা।