Logo Logo
বাংলাদেশ

২ বছরের জন্য নড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন


Splash Image

ছবি-নড়াইল প্রেসক্লাবের কমিটি

নড়াইল প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৭) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস এম আব্দুল হক (দি নিউজ টুডে) এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম এম মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি)।


বিজ্ঞাপন


সোমবার রাতে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে দেখা যায়, প্রতিটি পদের জন্য মাত্র একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে। ফলে নির্বাচন পরিচালনা কমিটি সকল প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে মোট ২১ জন সদস্য আছেন।

নতুন কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন—

সহ-সভাপতি:

অ্যাডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি)

এম মুনীর চৌধুরী (এনটিভি)

সুলতান মাহমুদ (বাসস)

কোষাধ্যক্ষ: মোস্তফা কামাল (আরটিভি)

যুগ্ম সাধারণ সম্পাদক:

আল আমিন (যায় যায় দিন)

নন্দিতা বোস (ডিবিসি নিউজ)

মোঃ ইমরান হোসেন (এখন টিভি)

সাংগঠনিক সম্পাদক: জহির ঠাকুর (এটিএন বাংলা)

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মুন্সী আসাদুর রহমান (ইনডিপেন্ডেন্ট টিভি)

আইন সম্পাদক: অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব (আইনবার্তা)

দপ্তর সম্পাদক: মোঃ নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী)

নির্বাহী সদস্য:

অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন)

অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান)

মোঃ হাফিজুর রহমান (নড়াইল বার্তা)

কার্তিক দাস (দৈনিক বাংলা)

কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ)

সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪)

র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি)

খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন,

“সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রেসক্লাবের সব সদস্য এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আগামী দিনে নড়াইল প্রেসক্লাব আরও সক্রিয় ভূমিকা রাখবে, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সাংবাদিকতার পেশাদারিত্বে অগ্রণী ভূমিকা রাখবে।”

কমিটি ঘোষণার পর প্রেসক্লাবের সদস্যরা নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগামীর পথচলায় শুভকামনা জানান।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন