বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ জুলাই) সকালে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, সদস্য রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, শাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তারা মাঠপর্যায়ে দেশের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বক্তারা আরও বলেন, সরকারের নিকট বারবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সরকারের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা থেকে তারা এখনো বঞ্চিত।
-নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর