Logo Logo
খেলা

সিরিজ শেষে একই গল্প: না শেখার মাশুল দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল


Splash Image

ছবি: সংগৃহীত।।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও ব্যাটিং ব্যর্থতায় বড় হার বাংলাদেশের। ৫০ ওভারও টিকতে পারেনি দল। ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে উঠছে প্রশ্ন, বিসিবির ভাবনায় নতুন ব্যাটিং কোচ।


বিজ্ঞাপন


আরেকটি সিরিজ, আরেকটি পরাজয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও ব্যর্থতার চিত্র স্পষ্ট বাংলাদেশের ক্রিকেটে। একের পর এক সিরিজ হার কিংবা হোয়াইটওয়াশ যেন এখন দলটির জন্য অপ্রতিরোধ্য এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সিরিজ শেষে অধিনায়করা বারবার ভুল থেকে শেখার কথা বললেও বাস্তবে সেই শেখা আর হয় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই ক্রিকেটারদের জবাবদিহির আওতায় আনার দাবি তুলছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল খেলেছে নতুন অধিনায়কের নেতৃত্বে, তাও আবার বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই। কিন্তু নতুন নেতৃত্ব কিংবা নতুন পরিকল্পনা কোনো কিছুই বদলাতে পারেনি পুরনো গল্প। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে। সবচেয়ে হতাশার বিষয় হলো, কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি ব্যাটাররা। ফলে আবারও প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের সামর্থ্য ও দায়িত্ববোধ নিয়ে।

ব্যাটিং ব্যর্থতা ছিল গোটা সিরিজজুড়ে। বিশেষ করে ব্যাটিং কোচের অনুপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। লিটন দাস গেল এক বছরে ওয়ানডেতে ফর্মহীনতায় ভুগছেন। শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ম্যাচে শূন্য রানে ফিরেছেন তিনি। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞতার ঘাটতি নয়, বরং মাঠে দায়িত্ব পালনেই বড় সংকট দেখা যাচ্ছে। তামিম ইকবাল কিংবা মাহমুদউল্লাহর অবসর নেওয়ার পরও দলে এখনও অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। কিন্তু পরিস্থিতি অনুযায়ী খেলার বুদ্ধিমত্তা ও ধৈর্য দেখা যাচ্ছে না কারও মধ্যে। বাংলাদেশ তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, একটিতেও শেষ পর্যন্ত ব্যাট করতে পারেনি।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজ শেষে জানিয়েছেন, সামনে আরও সিরিজ রয়েছে, তাই ভুল থেকে শিখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। তিনি বলেন, ‘৫০ ওভার ব্যাট করতে না পারা অবশ্যই চিন্তার বিষয়। প্রপার ব্যাটিং করতে পারলে ভালো হতো। এটা নিয়ে কথা বলেছি। মিডল ওভারে যারা খেলেন, তাদের দায়িত্ব অনেক বেশি। আমি নিজেও ভালো করতে পারিনি। সামনে অনেক খেলা আছে, কোচের সঙ্গে আলোচনা করে উন্নতি করার চেষ্টা করব।’

সবমিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের পর আবারও বড় প্রশ্নের মুখে বাংলাদেশের ব্যাটিং ইউনিট। বারবার একই ভুলের পুনরাবৃত্তি আর ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি বাংলাদেশ—এখন সেটাই বড় প্রশ্ন।

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত