Logo Logo
ইকোনমিক

টানা দরপতনে বিপর্যস্ত দেশের শেয়ারবাজার


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


দেশের পুঁজিবাজারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির মন্থর গতি ভয়াবহ প্রভাব ফেলছে। বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ মে) শেয়ারবাজারে সূচকের পতনের পাশাপাশি বিনিয়োগকারীদের মাথায় পড়েছে লোকসানের কালো মেঘ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একসঙ্গে কমেছে প্রায় ৮ হাজার ৬৫৪ কোটি ৬৪ লাখ টাকার বাজার মূলধন। এই ধস শুধু সংখ্যাতেই নয়, বিনিয়োগকারীদের মনোবলেও বড় আঘাত হেনেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ৪ হাজার ১২৪ কোটি ৮১ লাখ টাকা কম। অপরদিকে, সিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫২৯ কোটি ৮৩ লাখ টাকা। এই দুই স্টক এক্সচেঞ্জে একসঙ্গে কমেছে প্রায় ৮ হাজার ৬৫৪ কোটি টাকার বেশি মূলধন।

সূচকের অবস্থাও আশাব্যঞ্জক নয়। ডিএসই এক্স কমেছে ১৫.৬৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ, বর্তমানে যা ৪,৯০২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক, ডিএসই শরিয়াহ সূচক এবং ডিএসই এসএমই সূচকও যথাক্রমে ০.১৩%, ১.৮২% ও ০.৮১% হারে কমেছে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, বাজারের সার্বিক গতি নিম্নমুখী।

তবে লেনদেনের দিক থেকে ডিএসই কিছুটা উর্ধ্বগামী ছিল। বিদায়ী সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪১৫ কোটি ৬৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা বেশি। মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৪১টির শেয়ার দর বেড়েছে, ২৩০টির কমেছে এবং ৩৭টির ছিল অপরিবর্তিত। ২৩টি কোম্পানির কোনো লেনদেনই হয়নি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই কমেছে ১০১.৪৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ। লেনদেন কমেছে ১৬ কোটি ২২ লাখ টাকা। মোট ৩০৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত আছে ২৮টি।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা ও মুদ্রাস্ফীতির চাপে সাধারণ বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। দীর্ঘমেয়াদে এ অবস্থা চলতে থাকলে বাজারে বড় ধরনের সঙ্কট তৈরি হতে পারে।

বাংলাদেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার রাজনৈতিক শান্তি, নীতিগত স্থিরতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ। নাহলে বাজারে আস্থার সংকট আরও গভীর হবে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ