Logo Logo
খেলা

সিঙ্গাপুরের কাছে হারে ধাক্কা, ফিফা র‌্যাঙ্কিংয়ে নামল বাংলাদেশ


Splash Image

ছবি: সংগৃহীত।।

ফিফা প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ভুটানকে হারালেও সিঙ্গাপুরের কাছে হারের কারণে বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ১৮৪। শীর্ষে আছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্পেন।


বিজ্ঞাপন


বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (বৃহস্পতিবার) জাতীয় ফুটবল দলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সদ্য প্রকাশিত এই তালিকায় এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে নেমে বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮৪। জুন মাসের আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছিল। ভুটানকে ২-০ গোলে হারালেও পরবর্তী ম্যাচে ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল।

সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা ছিল বাংলাদেশের। সেই ম্যাচ ঘিরে ছিল প্রবল উত্তেজনা। দর্শকরা জয়ের আশায় মাঠে সমর্থন নিয়ে উপস্থিত হয়েছিলেন। তবে সফরকারী সিঙ্গাপুর উল্টো জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে হতাশ করেছে। ফুটবল বিশ্লেষক ও সাবেক ফুটবলারদের মতে, এই হারের জন্য মূল দায় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলগত ভুল।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে স্পেন, তৃতীয় ফ্রান্স, চতুর্থ ইংল্যান্ড এবং পঞ্চম অবস্থানে রয়েছে ব্রাজিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নেশন্স লিগ জয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয় নম্বরে, যেখানে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমেছে নেদারল্যান্ডস। আট নম্বরে রয়েছে বেলজিয়াম। আর জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নবম ও দশম স্থানে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত