Logo Logo
খেলা

ভারতের অনীহা, অনিশ্চয়তায় ঢাকার এসিসি বৈঠক


Splash Image

ছবি: সংগৃহীত।।

বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত, ব্যস্ত সূচির পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা দেখিয়ে ঢাকায় এসিসি বৈঠকের ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে বিসিসিআই। পরিবর্তন না হলে সভা থেকে সরে দাঁড়াতে পারে ভারত।


বিজ্ঞাপন


পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতের। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির অজুহাতে এই সফর ইতোমধ্যে স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

যদিও শুধু সফর নয়, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক নিয়েও আপত্তি তুলেছে তারা। ভারতের পক্ষ থেকে এসিসিকে জানানো হয়েছে, ঢাকায় আসার মতো পরিস্থিতি এখন অনুকূল নয়। তাই ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। এমনকি ভেন্যু পরিবর্তন না হলে এসিসির এই সভা থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ইঙ্গিতও দিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সফর আপাতত নিরাপদ নয় বলে মনে করছে বিসিসিআই। ফলে তারা আনুষ্ঠানিকভাবে এসিসির বৈঠকের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। আগামী ২৪ জুলাই ঢাকায় হওয়ার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এসিসির প্রস্তাবিত সূচি অনুযায়ী এবারের এশিয়া কাপ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আয়োজক দেশ হিসেবে ভারতই এবারের এশিয়া কাপ আয়োজন করবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্দ্রে রাসেল
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্দ্রে রাসেল
বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা
বাবর-রিজওয়ান ছাড়া পাকিস্তান, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা