Logo Logo
ইসলাম

সমাজে প্রচলিত ভয়াবহ ৫টি কাজ, যার মাধ্যমে অজান্তেই মানুষ 'শিরক' করে ফেলে!


Splash Image

ইসলামে সবচেয়ে বড় গুনাহের নাম শিরক। মহান আল্লাহর সাথে কাউকে শরিক করা বা তাঁর গুণাবলীতে অন্য কাউকে অংশীদার মনে করাকে বলা হয় শিরক।


বিজ্ঞাপন


কুরআন-হাদিসে শিরককে ‘অমার্জনীয় পাপ’ বলা হয়েছে, যদি কেউ তাওবা না করে মারা যায়।

অথচ দুঃখজনকভাবে আমাদের সমাজে কিছু ভয়াবহ শিরক প্রচলিত রয়েছে, যা অনেক মানুষ না জেনেই করে থাকে। জেনে নিন সমাজে প্রচলিত এমন ৫টি ভয়াবহ শিরকের কাজ:

১. তাবিজ-কবচে বিশ্বাস ও ভরসা করা

অনেক মানুষ বিপদ দূর করতে, রোগ সারাতে কিংবা ব্যবসায় উন্নতির জন্য তাবিজ-কবচ ব্যবহার করে থাকে। কেউ কেউ এসব তাবিজকে এতটাই শক্তিশালী মনে করে যে, আল্লাহর বদলে সেটার ওপরই নির্ভর করে। এটা সরাসরি শিরক।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে তাবিজ পরল, সে শিরক করল।" (মুসনাদ আহমদ)

২. জ্যোতিষ, রাশিফল ও ভাগ্য গণনায় বিশ্বাস

আজকের দিনে অনেক মানুষ রাশিফল, জ্যোতিষ কিংবা ট্যারো কার্ডের মতো বিভিন্ন মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করে। এটা সরাসরি আল্লাহর অগোচরে কিছু জানার চেষ্টা করা, যা শিরকের শামিল।

কুরআনে বলা হয়েছে: "আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য জানে না।" (সূরা আন-নামল: ৬৫)

৩. পীর-মুর্শিদের কাছে সেজদা ও সাহায্য চাওয়া

অনেকেই মৃত বা জীবিত পীর-মুর্শিদের কবরে গিয়ে সেজদা করে কিংবা তাদের কাছে সন্তান, ধনসম্পদ বা রোগমুক্তির জন্য সাহায্য চায়। অথচ সাহায্য চাওয়ার অধিকার একমাত্র আল্লাহর।

কুরআনে বলা হয়েছে: "তুমি কেবল আল্লাহরই সাহায্য চাও।" (সূরা ফাতিহা: ৫)

৪. সৌভাগ্যের জন্য নির্দিষ্ট গাছ, পাথর, পশু বা জিনিসে আশ্রয় নেওয়া

কেউ কেউ কিছু নির্দিষ্ট গাছ, পাথর বা পশুকে সৌভাগ্যের প্রতীক মনে করে থাকে। এমনকি কেউ গাড়ির সামনে লাল কাপড়, লেবু-মরিচ ঝুলায় "নজর লাগা" বা অশুভ দূর করার জন্য। এটা 'তাওয়াক্কুল' (নির্ভরতা) আল্লাহর থেকে সরিয়ে অন্য কিছুতে স্থাপন করার শামিল।

৫. "আমার না হলে কারো হবে না"—এমন কথা বলা বা বিশ্বাস করা

অনেকে ক্ষোভে বা হিংসায় বলে বসে—"ওকে আমি শেষ করে দেব, আমি না হলে ও কারো হবে না!" এ কথা সরাসরি আল্লাহর ‘কুদরতি’ ক্ষমতাকে অস্বীকার করার মতো ভয়ংকর কথা। শুধু আল্লাহই ঠিক করেন কে কাকে কী দেবেন।

ইসলামি স্কলারদের পরামর্শ: শিরক শুধু শব্দে নয়, মনে বিশ্বাসেও হয়। তাই কোনো কিছুতে নির্ভরতা বা ক্ষমতা আরোপের আগে ভাবুন—আল্লাহ ছাড়া আর কেউ কি সত্যিই এ ক্ষমতা রাখে?

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা