Logo Logo

পঞ্চগড়ে বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ কারাগারে


Splash Image

পঞ্চগড়ের বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ দেলদার রহমান দিলুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অর্থঋণ আদালতের সিআর ৩৭১/২৩ নম্বর মামলায় দেলদার রহমান গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করে পুলিশ পঞ্চগড়ে নিয়ে আসে।

পুলিশ জানায়, জেলা জজ কোর্টের অর্থঋণ আদালতের মামলায় ওয়ারেন্ট থাকায় ঢাকার ডিবি (ডিএমপি) জোনের কমিশনার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ‘অর্থঋণ আদালতের চেক ডিজঅনার মামলায় তার নামে এন.আই. অ্যাক্টে একটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

-মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...